প্রথম
পূর্ববর্তী
পৃষ্ঠা
/৪০
পরবর্তী
শেষ
পূর্ণ স্ক্রীনে যান
নর্মাল স্ক্রীনে ফিরে আসুন
বাংলা আকাদেমি
বিদ্যা
বড় করুন
ছোট করুন
মুদ্রণ করুন
পাতাটিকে মেইল করুন
পূর্ণ স্ক্রীনে যান
নর্মাল স্ক্রীনে ফিরে আসুন
রবীন্দ্র-রচনাসমগ্র
>
কবিতা
>
স্ফুলিঙ্গ
>
সংযোজন
প্রকল্প সম্বন্ধে
প্রকল্প রূপায়ণে
রবীন্দ্র-রচনাবলী
রবীন্দ্র-রচনাসমগ্র
বর্ণানুক্রমিক সূচি
অনুসন্ধান
রচনাবলীর অধিতথ্য
জ্ঞাতব্য বিষয়
সাইট সহায়িকা
কয়েকটি সাধারণ প্রশ্ন
পাঠকের চোখে
পাঠকের প্রশ্ন
আমাদের লিখুন
ডাউনলোড
স্বরলিপির ফন্ট
বাংলা কি-বোর্ড
অন্যান্য রচনা-সম্ভার
নজরুল রচনাবলী
বঙ্কিম রচনাবলী
শরৎ রচনাবলী
স্ফুলিঙ্গ
৫
অলকায় অন্ত নাই
মানিক-মোতির,
অরুচি হয়েছে তাই
অলকাপতির,
গলায় মালার তরে
মাগিয়াছে ফুল—
কাননের আদরিণী
এসো গো পারুল।
৬
অসীম শূন্যে একা
অবাক্ চক্ষু
দূর-রহস্য-দেখা।
৭
অস্তাচলের প্রান্ত থেকে
তরুণ দল’কে গেলেম ডেকে
উদয়পথের পানে—
ক্লান্ত প্রাণের প্রদীপশিখা
পরিয়ে দিবে আলোর টিকা
নূতন-জাগা প্রাণে।
৮
আকাশ নিঠুর, বাতাস নীরস,
কৃপণ মাটির’পরে
শিকড় হা হা করে—
চারি দিকে ফেটে চৌচির মাঠটা।