স্ফুলিঙ্গ

   ৫

 

অলকায় অন্ত নাই
      মানিক-মোতির,
অরুচি হয়েছে তাই
      অলকাপতির,
গলায় মালার তরে
      মাগিয়াছে ফুল—
কাননের আদরিণী
      এসো গো পারুল।

 

   ৬

 

অসীম শূন্যে একা
      অবাক্‌ চক্ষু
            দূর-রহস্য-দেখা।

 

   ৭

 

অস্তাচলের প্রান্ত থেকে
     তরুণ দল’কে গেলেম ডেকে
         উদয়পথের পানে—
ক্লান্ত প্রাণের প্রদীপশিখা
     পরিয়ে দিবে আলোর টিকা
         নূতন-জাগা প্রাণে।

 

   ৮

 

আকাশ নিঠুর, বাতাস নীরস,
     কৃপণ মাটির’পরে
         শিকড় হা হা করে—
চারি দিকে ফেটে চৌচির মাঠটা।