স্ফুলিঙ্গ
      হাজার হাজার হাসি
               মর্ত্যে করে সৃষ্টি।

 

   ১২৭

 

    স্মৃতি সে যে নিশিদিন
           বর্তমানেরে নিঃশেষ করি
                 অতীতের শোধে ঋণ।

 

   ১২৮

 

হিতৈষীদের স্বার্থবিহীন অত্যাচারে
        পীড়িত ধরণী বেদনাভারে।

 

   ১২৯

 

    হেথায় আকাশ সাগর ধরণী
          কহিছে প্রাণের ভাষা,
    এইখানে এসে হৃদয় আমার
          পেয়েছে আপন বাসা।
      লভেছি গভীর শান্তি,
      দেখেছি অমৃতকান্তি,
    দুদিনে পেয়েছি চিরদিবসের
             বন্ধুর ভালোবাসা।