স্ফুলিঙ্গ

   ১২৩

 

সুন্দরের অশ্রুজল দেখা দেয় যেই
      করুণা জাগায় সহজেই।
উপেক্ষিত অসুন্দর যে বেদনা বহে
      কোনো ব্যথা তার তুল্য নহে।

 

   ১২৪

 

   সূর্য কখন আলোর তিলক
         দিলেন তোমার ভালে
            অজানা উষার কালে।
   কিন্তু তোমারে ভিক্ষার মতো
         দেন নাই তিনি ফুল;
   তোমার আপন হৃদয়েতে ছিল
            মাধুরীলতার মূল।
   অরুণকিরণে ঝরিল করুণা,
            বিকশিল মঞ্জরী—
   দেবতা আপনি বিস্মিত হল
            আপন মন্ত্র স্মরি।

 

   ১২৫

 

   সেকালের জয়গৌরব খসি
         ধূলায় হতেছে ধূলি।
   একাল তা নিয়ে গড়িতেছে বসি
         আপন খেলেনাগুলি।

 

   ১২৬

 

      স্বর্গের চোখের জলে
               ঝরে পড়ে বৃষ্টি—