স্ফুলিঙ্গ

   ১১৯

 

সবিতার জ্যোতির্মন্ত্র
       সাবিত্রী তাহারই নাম জানি।
সর্বলোকে আপনারে মুক্তি দাও
      —এই তার বাণী।

 

   ১২০

 

সাত বর্ণ মিলে যথা
       দেখা দেয় এক শুভ্র জ্যোতি
সব বর্ণ মিলে হোক
       ভারতের শক্তির সংহতি।

 

   ১২১

 

সীমাশূন্য মহাকাশে
       দৃপ্তবেগে চন্দ্র সূর্য তারা
যে প্রদীপ্ত শক্তি নিয়ে
       যুগে যুগে চলে তন্দ্রাহারা,
মানবের ইতিবৃত্তে
       সেই দীপ্তি লয়ে, নরোত্তম,
তোমরা চলেছ নিত্য
       মৃত্যুরে করিয়া অতিক্রম।

 

   ১২২

 

সুনিবিড় শ্যামলতা
       উঠিয়াছে জেগে
ধরণীর বনতলে
       গগনের মেঘে।