স্ফুলিঙ্গ
          মৃৎপ্রদীপ হায়
     তারকার মৈত্রী ছেড়ে
          মৃত্তিকারে চায়।

 

   ২২

 

     এ অসীম গগনের তীরে
          মৃৎকণা জানি ধরণীরে।

 

   ২৩

 

     এসেছে প্রথম যুগে
          প্রকাণ্ড প্রচণ্ড মাংসস্তূপ
     পঙ্কিল ধরণীপৃষ্ঠে।
          প্রাণের সে সন্দিগ্ধ স্বরূপ
     সৃষ্টির তিমির রাত্রে।
          ক্ষুদ্রতনু মানুষ তাহার
     মনের আনিল দীপ্তি।
          সংশয় ঘুচিল বিধাতার!

 

   ২৪

 

     ওগো স্মৃতি কাপালিকা,
          বর্তমানের বলির রক্তে
               অতীতেরে দাও টিকা।

 

   ২৫

 

   কঠিন শিলা প্রতাপ তাঁর বহে,
         তাহার কাছে পথিক সাবধান।
   প্রীতি তাঁহার কুসুমে ফুটে রহে,
         অনাদরেও করে সে হাসি দান।