স্ফুলিঙ্গ

   ২৯

 

     কোথা আছ অন্যমনা ছেলে—
দুই চক্ষু পাখি-সম
     দূর শূন্যে ওড়ে পাখা মেলে।
অদৃশ্য দেশের হাওয়া
     কেন জানি তোমারে ভুলায়,
অকূল সমুদ্রপারে
     স্বপ্ন দিয়ে বাঁধিছ কুলায়।

 

   ৩০

 

গোড়াতেই ঢাক-
          বাজনা—
কাজ করা তার
          কাজ না।

 

   ৩১

 

গোঁড়ামি যখন সত্যেরে চাহে
        যত্নে রাখিতে ধরি
মুঠির চাপনে ভীম উৎসাহে
        সত্য সে যায় মরি।

 

   ৩২

 

ঘরের মায়া ঘরের বাইরে করুক রূপরচনা,
বাইরের রসিক আনুক তার ফুলের মালা।
ঘরের বাণী ঘরের বাইরে বাজাক বাঁশি,
বাইরের উদাসী এসে দাঁড়াক তোমার আঙিনায়।
ঘরের হৃদয় ঘরের বাইরে পাতুক আসন,
সেই আসনে বাইরের পথিক এসে বসুক
                ক্ষণকালের তরে।