স্ফুলিঙ্গ
                 ভ্রমর মুখরিত বকুলছায়ে
       নূপুর-রুনুরুনু কাহার পায়ে।

 

   ৭৪

 

                বর্ষণশান্ত
         পাণ্ডুর মেঘ যবে ক্লান্ত
বন ছাড়ি মনে এল নীপরেণু গন্ধ,
        ভরি দিল কবিতার ছন্দ।

 

   ৭৫

 

বহিয়া হালকা বোঝা       চলে যায় দিন তার
অবকাশ দেয় না সে       কোনো দুশ্চিন্তার!
সম্বল কম বটে,           আছে বটে ঋণ দায়—
অনুরাগ নেই তবু                   ভাগ্যের নিন্দায়।
পাড়া-প্রতিবেশীদের       কটুতম ভাষ্যে
নীরব জবাব তার          স্মিত ঔদাস্যে
জন্ম নেবার কালে                   পেয়েছিল যৌতুক
            ভাঙাচোরা জীবনের
                       বিদ্রূপে— কৌতুক।

 

   ৭৬

 

বাউল বলে খাঁচার মধ্যে
         আসে অচিন পাখি।
তেমনি, মনের পোড়ো বাসা
         সেথায় করে যাওয়া-আসা
অচিন রূপের কোন্‌ রহস্য
         ডাকি নাইবা ডাকি।