স্ফুলিঙ্গ

   ৯৪

 

মালতী সারাবেলা ঝরিছে রহি রহি
কেন যে বুঝি না তো। হায় রে উদাসিনী,
পথের ধূলিরে কি করিলি অকারণে
মরণসহচরী! অরুণ গগনের
ছিলি তো সোহাগিনী। শ্রাবণবরিষণে
মুখর বনভূমি তোমারই গন্ধের
গর্ব প্রচারিছে সিক্ত সমীরণে
দিশে দিশান্তরে। কী অনাদরে তবে
গোপনে বিকশিয়া বাদল-রজনীতে
প্রভাত-আলোকেরে কহিলি, ‘নহে নহে!’

 

   ৯৫

 

    মিলন-প্রভাতে দূরের মানুষ
           আসিল নিকটে মম।
    বিচ্ছেদ-রাতে দূরে চলে গিয়ে
           হল সে নিকটতম।

 

   ৯৬

 

মিলন-যাত্রায় তব পরিপূর্ণ প্রেমের পাথেয়
থাকুক অক্ষয় হয়ে, নির্ভয় বিশ্বাসে তুমি যেয়ো
কল্যাণের পুণ্যপথে অম্লান নূতন প্রাণলোকে—
আপন সংসারখানি সৃষ্টি করো আনন্দ-আলোকে।

 

   ৯৭

 

মিলনের রথ চলে
       জীবনের পথে দিনে রাতে,
বৎসরে বৎসরে আসে