পুনশ্চ

        স্পর্শে স্পর্শে সুর, ঘ্রাণে ঘ্রাণে সংগীত,

           মুখে মুখে অশ্রুত আলাপ,

               চলায় চলায় অব্যক্ত বেদনা।

আমি মানুষ—

    মনে জানি সমস্ত জগতে আমার প্রবেশ,

           গ্রহনক্ষত্রে ধূমকেতুতে

    আমার বাধা যায় খুলে খুলে।

কিন্তু ওই মাকড়সার জগৎ বদ্ধ রইল চিরকাল

           আমার কাছে,

    ওই পিঁপড়ের অন্তরের যবনিকা

        পড়ে রইল চিরদিন আমার সামনে

           আমার সুখে দুঃখে ক্ষুব্ধ

                সংসারের ধারেই।

ওদের ক্ষুদ্র অসীমের বাইরের পথে

           আসি যাই সকালে বিকালে—

    দেখি, শিউলিগাছে কুঁড়ি ধরছে,

               টগর গেছে ফুলে ছেয়ে।