৩৯
বাজাও আমারে বাজাও।
         বাজালে যে সুরে প্রভাত-আলোরে
                  সেই সুরে মোরে বাজাও।
        যে সুর ভরিলে ভাষাভোলা-গীতে
        শিশুর নবীন জীবন-বাঁশিতে
         জননীর মুখ-তাকানো হাসিতে—
                  সেই সুরে মোরে বাজাও।

সাজাও আমারে সাজাও।
         যে সাজে সাজালে ধরার ধূলিরে
                  সেই সাজে মোরে সাজাও।
         সন্ধ্যামালতী সাজে যে ছন্দে
         শুধু আপনারি গোপন গন্ধে,
         যে সাজ নিজেরে ভোলে আনন্দে
                  সেই সাজে মোরে সাজাও।