২১

বাহির হইতে দেখো না এমন করে,

     আমায় দেখো না বাহিরে।

আমায় পাবে না আমার দুখে ও সুখে,

আমার বেদনা খুঁজো না আমার বুকে,

আমায় দেখিতে পাবে না আমার মুখে

    কবিরে খুঁজিছ যেথায় সেথা সে নাহি রে।

 

                সাগরে সাগরে কলরবে যাহা বাজে,

                মেঘগর্জনে ছুটে ঝঞ্ঝার মাঝে,

                নীরব মন্দ্রে নিশীথ - আকাশে রাজে

                  আঁধার হইতে আঁধারে আসন পাতিয়া —

                আমি সেই এই মানবের লোকালয়ে

                বাজিয়া উঠেছি সুখে দুখে লাজে ভয়ে,

                গরজি ছুটিয়া ধাই জয়ে পরাজয়ে

                      বিপুল ছন্দে উদার মন্দ্রে মাতিয়া।

 

যে গন্ধ কাঁপে ফুলের বুকের কাছে,

ভোরের আলোকে যে গান ঘুমায়ে আছে,

শারদ - ধান্যে যে আভা আভাসে নাচে

      কিরণে কিরণে হসিত হিরণে হরিতে,

সেই গন্ধই গড়েছে আমার কায়া,

সে গান আমাতে রচিছে নূতন মায়া,

সে আভা আমার নয়নে ফেলেছে ছায়া —

      আমার মাঝারে আমারে কে পারে ধরিতে।

 

            নর - অরণ্যে মর্মরতান তুলি,

            যৌবনবনে উড়াই কুসুমধূলি,

            চিত্তগুহায় সুপ্ত রাগিণীগুলি,

                  শিহরিয়া উঠে আমার পরশে জাগিয়া।

            নবীন উষার তরুণ অরুণে থাকি

            গগনের কোণে মেলি পুলকিত আঁখি,