৩২

যদি ইচ্ছা কর তবে কটাক্ষে হে নারী,

কবির বিচিত্র গান নিতে পার কাড়ি

আপন চরণপ্রান্তে ; তুমি মুগ্ধচিতে

মগ্ন আছ আপনার গৃহের সংগীতে।

স্তবে তব নাহি কান, তাই স্তব করি,

তাই আমি ভক্ত তব, অনিন্দ্যসুন্দরী।

ভুবন তোমারে পূজে, জেনেও জান না ;

ভক্তদাসীসম তুমি কর আরাধনা

খ্যাতিহীন প্রিয়জনে। রাজমহিমারে

যে করপরশে তব পার ' করিবারে

দ্বিগুণ মহিমান্বিত, সে সুন্দর করে

ধূলি ঝাঁট দাও তুমি আপনার ঘরে।

সেই তো মহিমা তব, সেই তো গরিমা —

সকল মাধুর্য চেয়ে তারি মধুরিমা।