৩৬

আমার খোলা জানালাতে

শব্দবিহীন চরণপাতে

      কে এলে গো, কে গো তুমি এলে।

একলা আমি বসে আছি

অস্তলোকের কাছাকাছি

      পশ্চিমেতে দুটি নয়ন মেলে।

অতিসুদূর দীর্ঘ পথে

আকুল তব আঁচল হতে

      আঁধারতলে গন্ধরেখা রাখি

জোনাক - জ্বালা বনের শেষে

কখন এলে দুয়ারদেশে

      শিথিল কেশে ললাটখানি ঢাকি।

 

তোমার সাথে আমার পাশে

কত গ্রামের নিদ্রা আসে —

      পান্থবিহীন পথের বিজনতা,

ধূসর আলো কত মাঠের,

বধূশূন্য কত ঘাটের

      আঁধার কোণে জলের কলকথা।

শৈলতটের পায়ের'পরে

তরঙ্গদল ঘুমিয়ে পড়ে,

      স্বপ্ন তারি আনলে বহন করি।

কত বনের শাখে শাখে

পাখির যে গান সুপ্ত থাকে

      এনেছ তাই মৌন নূপুর ভরি।

 

মোর ভালে ওই কোমল হস্ত

এনে দেয় গো সূর্য - অস্ত,

      এনে দেয় গো কাজের অবসান —

সত্যমিথ্যা ভালোমন্দ

সকল সমাপনের ছন্দ,