সেঁজুতি

              যায় যদি তবে যাক

                     এল যদি শেষ ডাক —

অসীম জীবনে এ ক্ষীণ জীবন শেষ রেখা এঁকে যাক,

                    মৃত্যুতে ঠেকে যাক।

      যাক নিয়ে যাহা টুটে যায়, যাহা

                ছুটে যায়, যাহা

      ধূলি হয়ে লুটে ধূলি- ' পরে, চোরা

                   মৃত্যুই যার অন্তরে, যাহা

                        রেখে যায় শুধু ফাঁক —

                             যাক নিয়ে তাহা, যাক এ জীবন, যাক।