৬৭

ফুল তো আমার ফুরিয়ে গেছে,

             শেষ হল মোর গান—

এবার প্রভু, লও গো শেষের দান।

      অশ্রুজলের পদ্মখানি

      চরণতলে দিলাম আনি—

      ওই হাতে মোর হাত দুটি লও,

            লও গো আমার প্রাণ।

এবার প্রভু, লও গো শেষের দান।

ঘুচিয়ে লও গো সকল লজ্জা,

            চুকিয়ে লও গো ভয়।

বিরোধ আমার যত আছে

            সব করে লও জয়।

      লও গো আমার নিশীথরাতি,

      লও গো আমার ঘরের বাতি,

      লও গো আমার সকল শক্তি—

            সকল অভিমান।

এবার প্রভু, লও গো শেষের দান।