শ্রীযুক্ত রাজশেখর বসু

               বন্ধুবরেষু

 

যদি দেখ খোলসটা

                   খসিয়াছে বৃদ্ধের,

         যদি দেখ চপলতা

        প্রলাপেতে সফলতা

   ফলেছে জীবনে সেই ছেলেমিতে-সিদ্ধের,

যদি ধরা পড়ে সে যে নয় ঐকান্তিক

                        ঘোর বৈদান্তিক,

    দেখ গম্ভীরতায় নয় অতলান্তিক,

       যদি দেখ কথা তার

          কোনো মানে-মোদ্দার

     হয়তো ধারে না ধার, মাথা উদ্‌ভ্রান্তিক,

          মনখানা পৌঁছয় খ্যাপামির প্রান্তিক,

            তবে তার শিক্ষার

            দাও যদি ধিক্কার —

               শুধাব, বিধির মুখ চারিটা কী কারণে।

            একটাতে দর্শন

            করে বাণী বর্ষণ,

               একটা ধ্বনিত হয় বেদ-উচ্চারণে।

            একটাতে কবিতা

            রসে হয় দ্রবিতা,

               কাজে লাগে মনটারে উচাটনে মারণে।

            নিশ্চিত জেনো তবে,

            একটাতে হো হো রবে

               পাগলামি বেড়া ভেঙে উঠে উচ্ছ্বাসিয়া।

             তাই তারি ধাক্কায়

             বাজে কথা পাক খায়,

            আওড় পাকাতে থাকে মগজেতে আসিয়া।