৩৬

কুঁজো তিনকড়ি ঘোরে

     পাড়া চারিদিককার,

সন্ধ্যায় ঘরে ফেরে

     নিয়ে ঝুলি ভিক্ষার।

   বলে সিধু গড়গড়ি

   রাগে দাঁত কড়মড়ি,

‘ ভিখ্‌ মেগে ফেরো ', মনে

     হয় না কি ধিক‌্‌কার?'

ঝুলি নিজে কেড়ে বলে,

      ‘ মাহিনা এ শিক্ষার। '