১৭

যখন এ দেহ হতে রোগে ও জরায়

দিনে দিনে সামর্থ্য ঝরায়,

যৌবন এ জীর্ণ নীড় পিছে ফেলে দিয়ে যায় ফাঁকি,

কেবল শৈশব থাকে বাকি।

বদ্ধ ঘরে কর্মক্ষুব্ধ সংসার — বাহিরে

অশক্ত সে শিশুচিত্ত মা খুঁজিয়া ফিরে।

বিত্তহারা প্রাণ লুব্ধ হয়

বিনা মূল্যে স্নেহের প্রশ্রয়

কারও কাছে করিবারে লাভ,

যার আবির্ভাব

ক্ষীণজীবিতেরে করে দান

জীবনের প্রথম সম্মান।

‘ থাকো তুমি ' মনে নিয়ে এইটুকু চাওয়া

কে তারে জানাতে পারে তার প্রতি নিখিলের দাওয়া

শুধু বেঁচে থাকিবার।

এ বিস্ময় বারবার

আজি আসে প্রাণে

প্রাণলক্ষ্মী ধরিত্রীর গভীর আহ্বানে

মা দাঁড়ায় এসে

যে মা চিরপুরাতন নূতনের বেশে।