৯২

    খড়দয়ে যেতে যদি সোজা এস খুল্‌না

    যত কেন রাগ কর, কে বলে তা ভুল না।

 

মালা গাঁথা পণ ক'রে আন যদি আমড়া,

রাগ করে বেত মেরে ফাটাও-না চামড়া,

    তবুও বলতে হবে — ও জিনিস ফুল না ।

 

বেঞ্চিতে বসে তুমি বল যদি ‘দোল দাও ',

চটে-মটে শেষে যদি কড়া কড়া বোল দাও,

    পষ্ট বুঝিয়ে দেব — ওটা নয় ঝুল্‌না।

 

যদি বা মাথার গোলে ঘরে এসে বসবার

হাঁটুতে বুরুশ করো একমনে দশবার,

    কী করি, বলতে হবে — ওখানে তো চুল না।