সতিমির রজনী, সচকিত সজনী,

     শূন্য নিকুঞ্জঅরণ্য।

কলয়িত মলয়ে, সুবিজন নিলয়ে

     বালা বিরহবিষণ্ন!

নীল আকাশে তারক ভাসে,

      যমুনা গাওত গান,

পাদপ মরমর, নির্ঝর ঝরঝর,

      কুসুমিত বল্লিবিতান।

তৃষিত নয়ানে বনপথপানে

      নিরখে ব্যাকুল বালা,

দেখ না পাওয়ে, আঁখ ফিরাওয়ে,

      গাঁথে বনফুলমালা।

সহসা রাধা চাহল সচকিত,

      দূরে খেপল মালা,

কহল - সজনি শুন, বাঁশরি বাজে,

      কুঞ্জে আওল কালা।

চকিত গহন নিশি, দূর দূর দিশি

      বাজত বাঁশি সুতানে।

কন্ঠ মিলাওল ঢলঢল যমুনা

      কল কল কল্লোলগানে।

ভণে ভানু, অব শুন গো কানু

      পিয়াসিত গোপিনী প্রাণ।

তোঁহার পীরিত বিমল অমৃতরস

      হরষে করবে পান।