বিচ্ছেদ

তোমাদের দুজনের মাঝে আছে কল্পনার বাধা ;

          হল না সহজ পথ বাঁধা

                   স্বপ্নের গহনে।

              মনে মনে।

ডাক দাও পরস্পরে সঙ্গহীন কত দিনে রাতে ;

          তবু ঘটিল না কোন্‌ সামান্য ব্যাঘাতে

                   মুখোমুখি দেখা।

              দুজনে রহিলে একা

                   কাছে কাছে থেকে ;

তুচ্ছ, তবু অলঙ্ঘ্য সে দোঁহারে রহিল যাহা ঢেকে।

 

          বিচ্ছেদের অবকাশ হতে

                   বায়ুস্রোতে

    ভেসে আসে মধুমঞ্জরীর গন্ধশ্বাস ;

                 চৈত্রের আকাশ

    রৌদ্রে দেয় বৈরাগীর বিভাসের তান ;

              আসে দোয়েলের গান ;

    দিগন্তরে পথিকের বাঁশি যায় শোনা ।

               উভয়ের আনাগোনা

     আভাসেতে দেখা যায় ক্ষণে ক্ষণে

              চকিত নয়নে।

                   পদধ্বনি শোনা যায়

                        শুষ্কপত্রপরিকীর্ণ বনবীথিকায়।

 

         তোমাদের ভাগ্য আছে চেয়ে অনুক্ষণ

               কখন দোঁহার মাঝে একজন

                   উঠিবে সাহস ক'রে—

                          বলিবে, ‘ যে মায়াডোরে

                   বন্দী হয়ে দূরে ছিনু এতদিন

                       ছিন্ন হোক, সে তো সত্যহীন।

                   লও বক্ষে দুবাহু বাড়ায়ে ;

          সম্মুখে যাহারে চাও পিছনেই আছে সে দাঁড়ায়ে। '