পত্রপুট

                 হঠাৎ সুরে সুরে এমন একটা মিল হল

                        যা আর কোনোদিন হয় নি।

              সেদিন বেজে উঠল যে রাগিণী

                 সেদিনের সঙ্গেই সে মগ্ন হল

                           অসীম নীরবে।

                      গুণী বুঝি বীণা ফেলবেন ভেঙে।

 

অপূর্ব সুর যেদিন বেজেছিল

             ঠিক সেইদিন আমি ছিলেম জগতে,

                   বলতে পেরেছিলেম —

                           আশ্চর্য!