দুই

             শ্রীযুক্ত কালিদাস নাগ

                                   কল্যাণীয়েষু 

আমার ছুটি চার দিকে ধু ধু করছে

      ধান-কেটে-নেওয়া খেতের মতো।

             আশ্বিনের সবাই গেছে বাড়ি,

        তাদের সকলের ছুটির পলাতকা ধারা মিলেছে

             আমার একলা ছুটির বিস্তৃত মোহানায় এসে

                        এই রাঙামাটির দীর্ঘ পথপ্রান্তে।

আমার ছুটি ব্যাপ্ত হয়ে গেল

        দিগন্তপ্রসারী বিরহের জনহীনতায় ;

তার তেপান্তর মাঠে কল্পলোকের রাজপুত্র

        ছুটিয়েছে পবনবাহন ঘোড়া

        মরণসাগরের নীলিমায় ঘেরা

                 স্মৃতিদ্বীপের পথে।

সেখানে রাজকন্যা চিরবিরহিণী

       ছায়াভবনের নিভৃত মন্দিরে।

এমনি করে আমার ঠাঁইবদল হল

       এই লোক থেকে লোকাতীতে।

 

              আমার মনের মধ্যে ছুটি নেমেছে

                     যেন পদ্মার উপর শেষ শরতের প্রশান্তি।

              বাইরে তরঙ্গ গেছে থেমে,

                      গতিবেগ রয়েছে ভিতরে।

        সাঙ্গ হল দুই তীর নিয়ে

                ভাঙন-গড়নের উৎসাহ।

        ছোটো ছোটো আবর্ত চলেছে ঘুরে ঘুরে

               আনমনা চিত্তপ্রবাহে ভেসে-যাওয়া

                      অসংলগ্ন ভাবনা।

        সমস্ত আকাশের তারার ছায়াগুলিকে

               আঁচলে ভরে নেবার অবকাশ তার বক্ষতলে