পত্রপুট

তবু তারই সঙ্গে সঙ্গে উদ্‌ঘাটিত হচ্ছে বৃহৎ ইতিহাস,

          দৃষ্টি চলে না এক পৃষ্ঠা থেকে অন্য পৃষ্ঠায়।

                   শতাব্দীর যে নিরন্তর স্রোত বয়ে চলেছে

          বিলম্বিত তালের   তরঙ্গের মতো,

                   যে ধারায় উঠল নামল কত শৈলশ্রেণী,

          সাগরে মরুতে কত হল বেশপরিবর্তন,

সেই নিরবধি কালেরই দীর্ঘ প্রবাহে এগিয়ে এসেছে

          এই ছোটো ফুলটির   আদিম সংকল্প

                    সৃষ্টির ঘাতপ্রতিঘাতে।

 

   লক্ষ লক্ষ বৎসর   এই ফুলের ফোটা-ঝরার পথে

          সেই পুরাতনসংকল্প রয়েছে নুতন, রয়েছে সজীবসচল

                       ওর শেষ সমাপ্ত ছবি আজও দেয় নি দেখা।

   এই দেহহীন সংকল্প, সেই রেখাহীন ছবি

                    নিত্য হয়ে আছে কোন্‌ অদৃশ্যের ধ্যানে!

           যে অদৃশ্যের অন্তহীন কল্পনায় আমি আছি,

                যে অদৃশ্যে বিধৃত সকল মানুষের ইতিহাস

                           অতীতে ভবিষ্যতে।