শেষ সপ্তক

সে যে এই আজকের সমস্ত কিছুর মতোই

             ভরা সত্য ছিল,

  সে-কথা একেবারেই ভুলবে জানি,

           ভোলাই ভালো।

     তবু তার আগে কোনো - একদিনের জন্য

    কেউ - একজন

সেই শূন্যটার কাছে একটা ফুল রেখো

      বসন্তের যে ফুল একদিন বেসেছি ভালো।

  আমার এতদিনকার যাওয়া-আসার পথে

     শুকনো পাতা ঝরেছে,

সেখানে মিলেছে আলোক ছায়া,

  বৃষ্টিধারায় আমকাঁঠালের ডালে ডালে

         জেগেছে শব্দের শিহরণ,

  সেখানে দৈবে কারো সঙ্গে দেখা হয়েছিল

     জল-ভরা ঘট নিয়ে যে চলে গিয়েছিল

              চকিত পদে।

 

এই সামান্য ছবিটুকু

আর সব - কিছু থেকে বেছে নিয়ে

   কেউ একজন আপন ধ্যানের পটে এঁকো

   কোনো একটি গোধূলির ধূসর মুহূর্তে।

 

 

  আর বেশি কিছু নয়।

আমি আলোর প্রেমিক ;

প্রাণরঙ্গভূমিতে ছিলুম বাঁশি-বাজিয়ে।

  পিছনে ফেলে যাব না একটা নীরব ছায়া

        দীর্ঘনিঃশ্বাসের সঙ্গে জড়িয়ে।

যে পথিক অস্তসূর্যের

      ম্লায়মান আলোর পথ নিয়েছে

সে তো ধুলোর হাতে উজাড় করে দিলে

      সমস্ত আপনার দাবি ;