শেষ সপ্তক

সেই ধুলোর উদাসীন বেদীটার সামনে

            রেখে যেয়ো না তোমার নৈবেদ্য ;

ফিরে নিয়ে যাও অন্নের থালি,

            যেখানে তাকিয়ে আছে ক্ষুধা,

যেখানে অতিথি বসে আছে দ্বারে,

            যেখানে প্রহরে প্রহরে বাজছে ঘন্টা

জীবনপ্রবাহের সঙ্গে কালপ্রবাহের

            মিলের মাত্রা রেখে।