সংযোজন
শরতের শুকতারা

একাদশী রজনী

                   পোহায় ধীরে ধীরে —

রাঙা মেঘ দাঁড়ায়

                   উষারে ঘিরে ঘিরে।

ক্ষীণ চাঁদ নভের

                   আড়ালে যেতে চায়,

মাঝখানে দাঁড়ায়ে

                   কিনারা নাহি পায়।

বড়ো ম্লান হয়েছে

                   চাঁদের মুখখানি,

আপনাতে আপনি

                   মিশাবে অনুমানি।

হেরো দেখো কে ওই

                   এসেছে তার কাছে,

শুকতারা চাঁদের

                   মুখেতে চেয়ে আছে।

মরি মরি কে তুমি

                   একটুখানি প্রাণ,

কী না জানি এনেছ

                   করিতে ওরে দান।

চেয়ে দেখো আকাশে

                   আর তো কেহ নাই,

তারা যত গিয়েছে

                   যে যার নিজ ঠাঁই।

সাথীহারা চন্দ্রমা

                   হেরিছে চারি ধার,

শূন্য আহা নিশির

                   বাসর-ঘর তার!