স্ফুলিঙ্গ
২৬

তোমার লেখনী যেন ন্যায়দণ্ড ধরে

শত্রু মিত্র নির্বিভেদে সকলের ' পরে।

স্বজাতির সিংহাসন উচ্চ করি গড়ো,

সেই সঙ্গে মনে রেখো সত্য আরো বড়ো।

স্বদেশেরে চাও যদি তারো ঊর্ধ্বে ওঠো,

কোরো না দেশের কাছে মানুষেরে ছোটো।


২৭

মোহন কন্ঠ সুরের ধারায় যখন বাজে

বাহির ভুবন তখন হারায় গহন মাঝে।

বিশ্ব তখন নিজেরে ভুলায়

আকাশের বাণী ধরার ধুলায়

ধরে অপরূপ নব নব কায়

নবীন সাজে।


২৮

ওঁ

 

কল্যাণীয়েষু

নাই হল চাক্ষুষ পরিচয়,

মনে মনে না দেখেও দেখা হয়।

অদৃশ্য পথতলে নাই মানা

কল্পনা যে আকাশে মেলে ডানা।

বাণীর সে মানসিক পথ বেয়ে

আশীর্বচনখানি যাক ধেয়ে।