স্ফুলিঙ্গ
২৯

আমার নামের আখরে জড়ায়ে

আশীর্বচনখানি,

তোমার খাতার পাতায় দিলাম আনি।


৩০

কল্যাণীয়া শ্রীমতী উমা চন্দ

হে অপরিচিতা, লিখিয়া আমার নাম

আশীর্বাদের সেতুখানি রচিলাম।


৩১

কল্যাণীয় শ্রীমান কনক ও কল্যাণীয়া লীলার

শুভ পরিণয় উপলক্ষে আশীর্বাদ—

দুর্গম সংসার - পথে আজ হতে, হে যুগল যাত্রী,

প্রেমের পাথেয় নিয়ে পূর্ণপ্রাণে চলো দিনরাত্রি।

দুঃখে মিলাক দাহ, সুখের ঘুচুক মোহধন্ধ,

আঘাতে সংঘাতে থাক অবিচ্ছিন্ন মিলনের বন্ধ।


৩২

   আমি তোমার শ্যালী ক্ষুদ্রতমা

  আমার শক্তি ক্ষুদ্র অতি কোরো আমায় ক্ষমা।

ইচ্ছে তোমার হেঁসেলঘরে ভোজের আলো জ্বালাই

 পাঠিয়ে দিলেম তাই

   কাঠকয়লা কেরোসিন ঘুঁটে দেশালাই।

 জমবে যখন ছাই

     তাহার জন্যে যে জিনিসটা চাই

আমার মুখে পায় না শোভা গ্রাম্য তার ভাষাটা,

  দাদামশায় দিলেন লিখে, তাহারে কয় ' ঝাঁটা '।