স্ফুলিঙ্গ
৩৩

কল্যাণীয়া

শ্রীমতী দেবরাণী দেবী

যূগলমিলনমন্ত্রে নব স্বর্গলোক

নবীন জীবনে তব আবির্ভূত হোক।

কল্যাণের ধ্রুবতারা

জাগুক নিমেষহারা

থাক্‌ সেথা সমুজ্জ্বল প্রেমের আলোক।

নূতন সংসারখানি

বিধাতার আশীর্বাণী

বহন করুক নিত্য অভয় অশোক।


৩৪

শোভনা

অস্তরবি - কিরণে তব জীবন - শতদল

মুদিল তার আঁখি।

মরমে যাহা ব্যাপ্ত ছিল স্নিগ্ধ পরিমল

মরণে নিল ঢাকি।

 

নিয়ে গেল সে বিদায়কালে মোদের আঁখিজল

মাধুরী - সুধা সাথে।

নূতন লোকে শোভনারূপ জাগিবে উজ্জ্বল

বিমল নবপ্রাতে।


৩৫

তোমরা যুগল প্রেমে রচিতেছ যে আশ্রমখানি

আমি কবি তার পরে দিনু মোর আশীর্বাদ আনি।

মিলন সুন্দর হোক্‌ সংসারের বাধা হোক্‌ দূর

জীবন - যাত্রার পথ হোক্‌ শুভ হোক্‌ অবন্ধুর।