শৈশবসঙ্গীত
যাইব অশোক গিয়েছে যেখানে,
    যাইব তাহার পাশে!
বনে বনে ফিরি বেড়াব খুঁজিয়া
    শুধাব লতার কাছে,
খুঁজিব কুসুমে খুঁজিব পাতায়
    অশোক কোথায় আছে!
খুঁজিয়া খুঁজিয়া অশোকে আমার
    যায় যদি যাবে প্রাণ—
আমা হ’তে তবু হবে না কখনো
    প্রণয়ের অপমান!”

ছাড়ি নিজবন চলিল মালতী
    চলিল আপন মনে,
অশোকবালকে খুঁজিবার তরে
    ফিরে কত বনে বনে।
“অশোক” “অশোক” ডাকিয়া ডাকিয়া
    লতায় পাতায় ফিরে,
মিরে শুধায়, ফুলেরে শুধায়,—
    “অশোক এখানে কি রে?”
হোথায় নাচিছে অমল সরসী
    চল দেখি হোথা কবি—
নিরমল জলে নাচিছে কমল
    মুখ দেখিতেছে রবি!
রাজহাঁস দেখ সাঁতারিছে জলে
    শাদা শাদা পাখা তুলি,
পিঠের উপরে পাখার উপরে
    বসি ফুলবালাগুলি!
এখানেও নাই, চল যাই তবে—
    ওই নিঝরের ধারে