রাজা ও রানী

দেবদত্ত। আমি মাপ করবার কে? তবে দেখ্, কান্নাকাটি করে দেখ্, রাজা যদি মাপ করে।

[ প্রস্থান


তৃতীয় দৃশ্য
অন্তঃপুর
প্রমোদ-কানন
বিক্রমদেব ও সুমিত্রা

বিক্রমদেব।  মৌনমুগ্ধ সন্ধ্যা ওই মন্দ মন্দ আসে

কুঞ্জবনমাঝে, প্রিয়তমে, লজ্জানম্র

নববধূসম — সম্মুখে গম্ভীর নিশা

বিস্তার করিয়া অন্তহীন অন্ধকার

এ কনককান্তিটুকু চাহে গ্রাসিবারে।

তেমনি দাঁড়ায়ে আছি হৃদয় প্রসারি

ওই হাসি, ওই রূপ, ওই তব জ্যোতি

পান করিবারে — দিবালোকতট হতে

এসো, নেমে এসো, কনকচরণ দিয়ে

এ অগাধ হৃদয়ের নিশীথ-সাগরে।

কোথা ছিলে প্রিয়ে?

    সুমিত্রা।                        নিতান্ত তোমারি আমি

সদা মনে রেখো এ বিশ্বাস। থাকি যবে

গৃহকাজে, জেনো নাথ, তোমারি সে গৃহ,

তোমারি সে কাজ।

বিক্রমদেব।                        থাক্‌ গৃহ, গৃহকাজ।

সংসারের কেহ নহ, অন্তরের তুমি।

অন্তরে তোমার গৃহ, আর গৃহ নাই —

বাহিরে কাঁদুক্‌ পড়ে বাহিরের কাজ।

    সুমিত্রা।  কেবল অন্তরে তব? নহে, নাথ, নহে —

রাজন্‌, তোমারি আমি অন্তরে বাহিরে।

অন্তরে প্রেয়সী তব, বাহিরে মহিষী।

বিক্রমদেব।  হায়, প্রিয়ে, আজ কেন স্বপ্ন মনে হয়