রাজা ও রানী
[ প্রস্থান
রানীর আত্মীয় অমাত্যের প্রবেশ

   অমাত্য।  বিচারের আজ্ঞা হোক।

বিক্রমদেব।                         কিসের বিচার?

   অমাত্য।  শুনি নাকি, মহারাজ, নির্দোষীর নামে

মিথ্যা অভিযোগ —

বিক্রমদেব।                সত্য হবে। কিন্তু যতক্ষণ

বিশ্বাস রেখেছি আমি তোমাদের 'পরে

ততক্ষণ থাকো মৌন হয়ে। এ বিশ্বাস

ভাঙিবে যখন, তখন, আপনি আমি

সত্য মিথ্যা করিব বিচার। যাও চলে।

[ অমাত্যের প্রস্থান

বিক্রমদেব।  হায় কষ্ট মানব-জীবন! পদে পদে

নিয়মের বেড়া! আপন রচিত জালে

আপনি জড়িত। অশান্ত আকাঙ্ক্ষা-পাখি

মরিতেছে মাথা খুঁড়ে পঞ্জরপিঞ্জরে!

কেন এ জটিল অধীনতা? কেন এত

আত্মপীড়া? কেন এ কর্তব্য-কারাগার?

তুই সুখী অয়ি মাধবিকা, বসন্তের

আনন্দমঞ্জরী! শুধু প্রভাতের আলো,

নিশার শিশির, শুধু গন্ধ, শুধু মধু,

শুধু মধুপের গান, বায়ুর হিল্লোল,

স্নিগ্ধ পল্লবশয়ন, প্রস্ফুট শোভায়

সুনীল আকাশ-পানে নীরবে উত্থান,

তার পরে ধীরে ধীরে শ্যাম দূর্বাদলে

নীরবে পতন। নাই তর্ক, নাই বিধি,

নিদ্রিত নিশায় মর্মে সংশয়-দংশন,

নিরাশ্বাস প্রণয়ের নিষ্ফল আবেগ।

সুমিত্রার প্রবেশ

এসেছ পাষাণী! দয়া হয়েছে কি মনে?

হল সারা সংসারের যত কাজ ছিল!