রাজা ও রানী

মনে কি পড়িল তবে অধীন এ জনে

সংসারের সব শেষে? জান না কি, প্রিয়ে,

সকল কর্তব্য চেয়ে প্রেম গুরুতর!

প্রেম এই হৃদয়ের স্বাধীন কর্তব্য।

   সুমিত্রা।  হায়, ধিক্ মোরে। কেমনে বোঝাব, নাথ,

তোমারে যে ছেড়ে যাই সে তোমারি প্রেমে।

মহারাজ, অধীনার শোনো নিবেদন —

এ রাজ্যের প্রজার জননী আমি। প্রভু,

পারি নে শুনিতে আর কাতর অভাগা

সন্তানের করুণ ক্রন্দন। রক্ষা করো

পীড়িত প্রজারে।

বিক্রমদেব।                    কী করিতে চাহ রানী?

   সুমিত্রা।  আমার প্রজারে যারা করিছে পীড়ন

রাজ্য হতে দূর করে দাও তাহাদের।

বিক্রমদেব।  কে তাহারা জান?

   সুমিত্রা।                       জানি।

বিক্রমদেব।                           তোমার আত্মীয়।

   সুমিত্রা।  নহে মহারাজ! আমার সন্তান চেয়ে

নহে তারা অধিক আত্মীয়। এ রাজ্যের

অনাথ আতুর যত তাড়িত ক্ষুধিত

তারাই আমার আপনার। সিংহাসন-

রাজচ্ছত্রছায়ে ফিরে যারা গুপ্তভাবে

শিকারসন্ধানে — তারা দস্যু, তারা চোর।

বিক্রমদেব।  যুধাজিৎ, শিলাদিত্য, জয়সেন তারা।

   সুমিত্রা।  এই দণ্ডে তাহাদের দাও দূর করে।

বিক্রমদেব।  আরামে রয়েছে তারা, যুদ্ধ ছাড়া কভু

নড়িবে না এক পদ।

   সুমিত্রা।                     তবে যুদ্ধ করো।

বিক্রমদেব। যুদ্ধ করো! হায় নারী, তুমি কি রমণী!

ভালো, যুদ্ধে যাব আমি। কিন্তু তার আগে

তুমি মানো অধীনতা, তুমি দাও ধরা —

ধর্মাধর্ম, আত্মপর, সংসারের কাজ