বিসর্জন

রসাতলে! শুধু, দানবে মানবে মিলে

বিশ্বের রাজত্ব দর্পে করিতেছে ভোগ?

দেবতা না যদি থাকে, ব্রাহ্মণ রয়েছে।

ব্রাহ্মণের রোষযজ্ঞে দণ্ড সিংহাসন

হবিকাষ্ঠ হবে।

 

জয়সিংহের নিকট গিয়া সস্নেহে

 

বৎস, আজ করিয়াছি

রুক্ষ আচরণ তোমা-'পরে, চিত্ত বড়ো

ক্ষুব্ধ মোর।

জয়সিংহ।              কী হয়েছে প্রভু!

রঘুপতি।                          কী হয়েছে!

শুধাও অপমানিত ত্রিপুরেশ্বরীরে।

এই মুখে কেমনে বলিব কী হয়েছে!

জয়সিংহ।    কে করেছে অপমান?

রঘুপতি।                       গোবিন্দমাণিক্য।

জয়সিংহ।    গোবিন্দমাণিক্য! প্রভু, কারে অপমান?

রঘুপতি।     কারে! তুমি, আমি, সর্বশাস্ত্র, সর্বদেশ,

সর্বকাল, সর্বদেশকাল-অধিষ্ঠাত্রী

মহাকালী, সকলেরে করে অপমান

ক্ষুদ্র সিংহাসনে বসি। মা ' র পূজা-বলি

নিষেধিল স্পর্ধাভরে।

জয়সিংহ।                      গোবিন্দমাণিক্য!

রঘুপতি।     হাঁ গো, হাঁ, তোমার রাজা গোবিন্দমাণিক্য!

তোমার সকল-শ্রেষ্ঠ — তোমার প্রাণের

অধীশ্বর! অকৃতজ্ঞ! পালন করিনু

এত যত্নে স্নেহে তোরে শিশুকাল হতে

আমা-চেয়ে প্রিয়তর আজ তোর কাছে

গোবিন্দমাণিক্য!

জয়সিংহ।               প্রভু, পিতৃকোলে বসি

আকাশে বাড়ায় হাত ক্ষুদ্র মুগ্ধ শিশু