বিসর্জন

সমান হইয়া যায়।–

               ওই আসিছেন

মোর গুরুদেব।

অপর্ণা।                     আমি তবে সরে যাই

অন্তরালে। ব্রাহ্মণেরে বড়ো ভয় করি।

কী কঠিন তীব্র দৃষ্টি! কঠিন ললাট

পাষাণসোপান যেন দেবীমন্দিরের।

জয়সিংহ।     কঠিন? কঠিন বটে। বিধাতার মতো।

কঠিনতা নিখিলের অটল নির্ভর।

 

রঘুপতির প্রবেশ

 

পা ধুইবার জল প্রভৃতি অগ্রসর করিয়া

 

জয়সিংহ।     গুরুদেব!

রঘুপতি।           যাও, যাও!

জয়সিংহ।                          আনিয়াছি জল।

রঘুপতি।      থাক্‌, রেখে দাও জল।

জয়সিংহ।                          বসন —

রঘুপতি।                          কে চাহে

বসন?

জয়সিংহ।     অপরাধ করেছি কি?

রঘুপতি।                     আবার!

কে নিয়েছে অপরাধ তব? —

ঘোর কলি

এসেছে ঘনায়ে। বাহুবল রাহুসম

ব্রহ্মতেজ গ্রাসিবারে চায় — সিংহাসন

তোলে শির যজ্ঞবেদী-'পরে। হায় হায়,

কলির দেবতা, তোমরাও চাটুকর

সভাসদ্‌-সম, নতশিরে রাজ-আজ্ঞা

বহিতেছ? চতুর্ভুজা, চারি হস্ত আছ

জোড় করি! বৈকুণ্ঠ কি আবার নিয়েছে

কেড়ে দৈত্যগণ! গিয়েছে দেবতা যত