স্নেহস্মৃতি

            সেই চাঁপা, সেই বেলফুল,

কে তোরা আজি এ প্রাতে     এনে দিলি মোর হাতে —

         জল আসে আঁখিপাতে, হৃদয় আকুল।

             সেই চাঁপা! সেই বেলফুল!

 

 

কত দিন, কত সুখ,        কত হাসি, স্নেহমুখ,

        কত কী পড়িল মনে প্রভাতবাতাসে —

স্নিগ্ধ প্রাণ সুধাভরা        শ্যামল সুন্দর ধরা,

        তরুণ অরুণরেখা নির্মল আকাশে।

সকলি জড়িত হয়ে          অন্তরে যেতেছে বয়ে,

        ডুবে যায় অশ্রুজলে হৃদয়ের কূল —

মনে পড়ে তারি সাথে         জীবনের কত প্রাতে

          সেই চাঁপা! সেই বেলফুল!

 

 

বড়ো বেসেছিনু ভালো           এই শোভা, এই আলো,

        এ আকাশ, এ বাতাস, এই ধরাতল।

কতদিন বসি তীরে        শুনেছি নদীর নীরে

        নিশীথের সমীরণে সংগীত তরল।

কতদিন পরিয়াছি           সন্ধ্যাবেলা মালাগাছি

        স্নেহের হস্তের গাঁথা বকুলমুকুল —

বড়ো ভালো লেগেছিল             যেদিন এ হাতে দিল

          সেই চাঁপা! সেই বেলফুল!

 

 

কত শুনিয়াছি বাঁশি,            কত দেখিয়াছি হাসি,

        কত উৎসবের দিনে কত যে কৌতুক।

কত বরষার বেলা        সঘন আনন্দ-মেলা,

        কত গানে জাগিয়াছে সুনিবিড় সুখ।