আবেদন

ভৃত্য।     জয় হোক মহারানী। রাজরাজেশ্বরী,

            দীন ভৃত্যে করো দয়া।

রানী।                    সভা ভঙ্গ করি

          সকলেই গেল চলি যথাযোগ্য কাজে

          আমার সেবকবৃন্দ বিশ্বরাজ্যমাঝে,

          মোর আজ্ঞা মোর মান লয়ে শীর্ষদেশে

          জয়শঙ্খ সগর্বে বাজায়ে। সভাশেষে

           তুমি এলে নিশান্তের শশাঙ্ক-সমান

           ভক্ত ভৃত্য মোর। কী প্রার্থনা ?

ভৃত্য।                           মোর স্থান

           সর্বশেষে, আমি তব সর্বাধম দাস

           মহোত্তমে। একে একে পরিতৃপ্ত-আশ

           সবাই আনন্দে যবে ঘরে ফিরে যায়

           সেইক্ষণে আমি আসি নির্জন সভায়,

           একাকী আসীনা তব চরণতলের

           প্রান্তে বসে ভিক্ষা মাগি শুধু সকলের

           সর্ব-অবশেষটুকু।

রানী।                    অবোধ ভিক্ষুক,

           অসময়ে কী তোরে মিলিবে।

ভৃত্য।                            হাসিমুখ

          দেখে চলে যাব। আছে দেবী, আরো আছে —

          নানা কর্ম নানা পদ নিল তোর কাছে

          নানা জনে ; এক কর্ম কেহ চাহে নাই,

          ভৃত্য- ' পরে দয়া করে দেহো মোরে তাই —

         আমি তব মালঞ্চের হব মালাকর।

রানী।     মালাকর?

ভৃত্য।              ক্ষুদ্র মালাকর। অবসর

         লব সব কাজে। যুদ্ধ-অস্ত্র ধনুঃশর

         ফেলিনু ভূতলে, এ উষ্ণীষ রাজসাজ

         রাখিনু চরণে তব — যত উচ্চকাজ