বিশ্বনৃত্য

বিপুল গভীর মধুর মন্দ্রে

         কে বাজাবে সেই বাজনা!

উঠিবে চিত্ত করিয়া নৃত্য,

         বিস্মৃত হবে আপনা।

টুটিবে বন্ধ মহা আনন্দ,

নব সংগীতে নূতন ছন্দ,

হৃদয়সাগরে পূর্ণচন্দ্র

         জাগাবে নবীন বাসনা।

 

সঘন অশ্রুমগন হাস্য

         জাগিবে তাহার বদনে।

প্রভাত-অরুণকিরণরশ্মি

         ফুটিবে তাহার নয়নে।

দক্ষিণ করে ধরিয়া যন্ত্র

ঝনন রণন স্বর্ণতন্ত্র,

কাঁপিয়া উঠিবে মোহন মন্ত্র

         নির্মল নীল গগনে।

 

হা হা করি সবে উচ্ছল রবে

         চঞ্চল কলকলিয়া

চৌদিক হতে উন্মাদ স্রোতে

         আসিবে তূর্ণ চলিয়া।

ছুটিবে সঙ্গে মহাতরঙ্গে

ঘিরিয়া তাঁহারে হরষরঙ্গে

বিঘ্নতরণ চরণভঙ্গে

         পথকন্টক দলিয়া।

 

দ্যুলোক চাহিয়া সে লোকসিন্ধু

         বন্ধনপাশ নাশিবে,

অসীম পুলকে বিশ্ব-ভূলোকে