জগদীশচন্দ্র বসু

বিজ্ঞানলক্ষ্মীর প্রিয় পশ্চিমমন্দিরে

           দূর সিন্ধুতীরে

হে বন্ধু, গিয়েছ তুমি; জয়মাল্যখানি

          সেথা হতে আনি

দীনহীনা জননীর লজ্জানত শিরে

          পরায়েছ ধীরে।

 

বিদেশের মহোজ্জ্বল-মহিমা-মণ্ডিত

          পণ্ডিতসভায়

বহু সাধুবাদধ্বনি নানা কণ্ঠরবে

           শুনেছ গৌরবে।

সে ধ্বনি গম্ভীরমন্দ্রে ছায় চারি ধার

          হয়ে সিন্ধু পার।

 

আজি মাতা পাঠাইছে— অশ্রুসিক্ত বাণী

          আশীর্বাদখানি

জগৎ-সভার কাছে অখ্যাত অজ্ঞাত

          কবিকণ্ঠে ভ্রাতঃ।

সে বাণী পশিবে শুধু তোমারি অন্তরে

          ক্ষীণ মাতৃস্বরে।