অপূর্ণ

        যে ক্ষুধা চক্ষের মাঝে, যেই ক্ষুধা কানে,

স্পর্শের যে ক্ষুধা ফিরে দিকে দিকে বিশ্বের আহ্বানে

            উপকরণের ক্ষুধা কাঙাল প্রাণের —

                ব্রত তার বস্তু সন্ধানের,

            মনের যে ক্ষুধা চাহে ভাষা,

সঙ্গের যে ক্ষুধা নিত্য পথ চেয়ে করে কার আশা,

        যে ক্ষুধা উদ্দেশহীন অজানার লাগি

                অন্তরে গোপনে রয় জাগি —

            সবে তারা মিলি নিতি নিতি

নানা আকর্ষণবেগে গড়ি তোলে মানস-আকৃতি।

কত সত্য, কত মিথ্যা, কত আশা, কত অভিলাষ,

        কত-না সংশয় তর্ক, কত-না বিশ্বাস,

আপন রচিত ভয়ে আপনারে পীড়ন কত-না,

             কত রূপে কল্পিত সান্ত্বনা —

        মনগড়া দেবতারে নিয়ে কাটে বেলা,

             পরদিনে ভেঙে করে ঢেলা,

        অতীতের বোঝা হতে আবর্জনা কত

               জটিল অভ্যাসে পরিণত,

বাতাসে বাতাসে ভাসা বাক্যহীন কত-না আদেশ

                       দেহহীন তর্জনীনির্দেশ,

              হৃদয়ের গূঢ় অভিরুচি

     কত স্বপ্নমূর্তি আঁকে, দেয় পুন মুছি,

      কত প্রেম, কত ত্যাগ, অসম্ভব তরে

      কত-না আকাশযাত্রা কল্পপক্ষভরে,

কত মহিমার পূজা, অযোগ্যের কত আরাধনা,

সার্থক সাধনা কত, কত ব্যর্থ আত্মবিড়ম্বনা,

           কত জয় কত পরাভব —

    ঐক্যবন্ধে বাঁধি এই-সব

           ভালো মন্দ সাদায় কালোয়

বস্তু ও ছায়ায় গড়া মূর্তি তুমি দাঁড়ালে আলোয়।