দিনাবসান

  বাঁশি যখন থামবে ঘরে,

        নিববে দীপের শিখা,

  এই জনমের লীলার ‘ পরে

        পড়বে যবনিকা,

  সেদিন যেন কবির তরে

  ভিড় না জমে সভার ঘরে,

  হয় না যেন উচ্চস্বরে

           শোকের সমারোহ ;

   সভাপতি থাকুন বাসায়,

   কাটান বেলা তাসে পাশায়,

   নাই-বা হল নানা ভাষায়

            আহা উহু ওহো।

   নাই ঘনাল দল-বেদলের

           কোলাহলের মোহ।

 

    আমি জানি মনে-মনে

           সেঁউতি যূথী জবা

   আনবে ডেকে ক্ষণে ক্ষণে

           কবির স্মৃতিসভা।

   বর্ষা-শরৎ-বসন্তেরি

    প্রাঙ্গণেতে আমায় ঘেরি

    যেথায় বীণা যেথায় ভেরি

           বেজেছে উৎসবে,

   সেথায় আমার আসন- ' পরে

   স্নিগ্ধশ্যামল সমাদরে

   আলিপনায় স্তরে স্তরে

           আঁকন আঁকা হবে।

   আমার মৌন করবে পূর্ণ

            পাখির কলরবে।