ফাঁক

              আমার বয়সে

          মনকে বলবার সময় এল —

                 কাজ নিয়ে কোরো না বাড়াবাড়ি,

                         ধীরে সুস্থে চলো,

                 যথোচিত পরিমাণে ভুলতে করো শুরু

             যাতে ফাঁক পড়ে সময়ের মাঝে মাঝে।

         বয়স যখন অল্প ছিল

কর্তব্যের বেড়ায় ফাঁক ছিল যেখানে সেখানে।

         তখন যেমন-খুশির ব্রজধামে

             ছিল বালগোপালের লীলা।

                     মথুরার পালা এল মাঝে,

                            কর্তব্যের রাজাসনে।

আজ আমার মন ফিরেছে

         সেই কাজ-ভোলার অসাবধানে।

কী কী আছে দিনের দাবি

         পাছে সেটা যাই এড়িয়ে

      বন্ধু তার ফর্দ রেখে যায় টেবিলে।

         ফর্দটাও দেখতে ভুলি,

             টেবিলে এসেও বসা হয় না —

                 এম্‌নিতরো ঢিলে অবস্থা।

গরম পড়েছে ফর্দে এটা না ধরলেও

         মনে আনতে বাধে না।

      পাখা কোথায়,

             কোথায় দার্জিলিঙের টাইম-টেবিলটা,

— এমনতরো হাঁপিয়ে ওঠবার ইশারা ছিল

         থার্মোমিটারে।

                 তবু ছিলেম স্থির হয়ে।

             বেলা দুপুর,

      আকাশ ঝাঁ ঝাঁ করছে,

             ধূ ধূ করছে মাঠ,