আকাশপ্রদীপ

                                ছেঁড়া মলিন কাঁথা —

                ওই যে বলিস, জোটে কেবল সিদ্ধ কচুর পথ্যি —

         এটা নেহাত স্বপ্ন কি নয়, এ কি নিছক সত্যি।

               পাস নি খবর, বাহান্ন জন কাহার

                     পাল্‌কি আনে — শব্দ কি পাস তাহার।

         বাঘনাপাড়া পেরিয়ে এল ধেয়ে,

               সখীর সঙ্গে আসছে রাজার মেয়ে।

         খেলা যে তার বন্ধ আছে তোমার খেলনা বিনে,

                           এবার নেবে কিনে।

               কী জানি বা ভাগ্যি তোমার ভালো,

                     বাসরঘরে নতুন প্রদীপ জ্বালো ;

               নবযুগের রাজকন্যা আধেক রাজ্যসুদ্ধ

          যদি মেলে, তা নিয়ে কেউ বাধায় যদি যুদ্ধ,

               ব্যাপারখানা উচ্চতলায় ইতিহাসের ধাপে

                     উঠে পড়বে মহাকাব্যের মাপে।

         বয়স নিয়ে পণ্ডিত কেউ তর্ক যদি করে

                     বলবে তাকে, একটা যুগের পরে

               চিরকালের বয়স আসে সকল-পাঁজি-ছাড়া

                                যমকে লাগায় তাড়া। ”

 

         এতক্ষণ যা বকা গেল এটা প্রলাপমাত্র —

                     নবীন বিচারপতি ওগো, আমি ক্ষমার পাত্র ;

         পেরিয়ে মেয়াদ বাঁচে তবু যে-সব সময়হারা

                     স্বপ্নে ছাড়া সান্ত্বনা আর কোথায় পাবে তারা।