স্ফুলিঙ্গ

   ১৩

 

  আজি মানুষের সব সাধনার
        কুৎসিত বিদ্রূপ
  দিকে দিগন্তে করিছে প্রচার
        দানবিকতার রূপ।
  আমার আয়ুর প্রদোষ গগনে
        এ কুশ্রী বিভীষিকা
  দেখিতে হবে কি দারুণ লগনে
        জ্বালায় প্রলয়শিখা!

 

   ১৪

 

  আঁধার রাতি জ্বেলেছে বাতি
        অযুত কোটি তারা
  আপন কারাভবনে পাছে
        আপনি হয় হারা।

 

   ১৫

 

  আঁধারে ডুবিয়া ছিল যে জগৎ
        আলোতে উঠিল ভেসে
  অনাদিকালের তীর্থসলিলে
        প্রাতঃস্নানের বেশে।

 

   ১৬
আঁধারের লীলা আকাশে আলোক-লেখায়,
     ছন্দের লীলা অচল মৃদঙ্গে।
অরূপের লীলা রূপের রেখায় রেখায়,
     অতলের লীলা চপল তরঙ্গে।