স্ফুলিঙ্গ

   ১৭

 

আয় চলে আয়, রে ধূমকেতু,
    আঁধারে বাঁধ্‌ অগ্নিসেতু,
        দুর্দিনের এই দুর্গশিরে
    উড়িয়ে দে তোর বিজয়-কেতন।
অলক্ষণের তিলক-রেখা
    রাতের ভালে হোক-না লেখা—
        জাগিয়ে দে রে চমক মেরে
            আছে যারা অর্ধচেতন।

 

   ১৮

 

আলো            এল-যে দ্বারে তব
        ওগো        মাধবীবনছায়া—
দোঁহে     মিলিয়া নব নব
        তৃণে         বিছায়ে গাঁথো মায়া।
চাঁপা,          তোমার আঙিনাতে
        ফেরে   বাতাস কাছে কাছে—

 

আজি      ফাগুনে এক-সাথে
        দোলা   লাগিয়ো নাচে নাচে।
বধূ,       তোমার দেহলীতে
        বর      আসিছে দেখিছ কি?
আজি      তাহার বাঁশরিতে
        হিয়া         মিলায়ে দিয়ো সখী।

 

   ১৯

 

   আলোর আশীর্বাদ জাগিল
         তোমার সকাল বেলায়,
   ধরার আশীর্বাদ লাগিল