স্ফুলিঙ্গ

   ৪৫

 

তলোয়ার থাকে
      সংক্ষেপে তার খাপে।
গদার গুরুতা
      শুধু তার মোটা মাপে।

 

   ৪৬

 

তোমাদের যে মিলন হবে
        বিশ্বে হল জানাজানি—
তারাগুলি করছে কেবল
        হাসাহাসি কানাকানি।
রাত্রি যখন গভীর হবে
        বাসর-ঘরের বাতায়নে
মারবে ওরা উঁকিঝুঁকি
       —এইটে ওদের আছে মনে।

 

তোমরা যদি শোধ দিতে চাও,
        এনেছি এই যন্ত্রখানি১
ওরা কেন লুকিয়ে রবে
        অন্ধকারের পর্দা টানি।
দূরবীক্ষণ
তোমরা কোণে দাঁড়িয়ে দেখো
        আলোক-সভার মিলন-রাতি—
দ্যুলোকেতে ভূলোকেতে
        হোক-না আড়ি-পাতাপাতি।

 

   ৪৭

 

তোমার আমার মাঝে ঘন হল কাঁটার বেড়া এ
        কখন সহসা রাতারাতি—