স্ফুলিঙ্গ
স্বদেশের অশ্রুজলে তারেই কি তুলিবে বাড়ায়ে
        ওরে মূঢ়, ওরে আত্মঘাতী?
ওই সর্বনাশটাকে ধর্মের দামেতে কর দামী,
        ঈশ্বরের কর অপমান—
আঙিনা করিয়া ভাগ দুই পাশে তুমি আর আমি
        পূজা করি কোন্‌ শয়তান!
ও কাঁটা দলিতে গেলে দুই দিকে ধর্মধ্বজী দলে
        ধিক্‌কারিবে তাহে ভয় নাই—
এ পাপ আড়ালখানা উপাড়ি ফেলিব ধূলিতলে,
        জানিব আমরা দোঁহে ভাই।

 

দুই হাত মেলে নাই এত কাল ধরে তাই
        বার বার বিধাতার দান
ব্যর্থ হল—অবশেষে আশীর্বাদ কাছে এসে
        অভিশাপে হল অবসান।
তবুও মানবদ্রোহে স্পর্ধাভরে সমারোহে
        চল যদি অন্ধতার পথে,
এই কথা জেনে যেয়ো বাঁচাবে যে মূঢ়কেও
        হেন শক্তি নাই এ জগতে।

 

   ৪৮

 

দাদুরে যে মনে করে লিখেছ এ চিঠি
      তাই ভাবি দাদুতেও আছে কিছু মিঠি।
          সেটা কি অহৈতুকী প্রীতি
          অথবা চকোলেটের স্মৃতি—
এ কথাটা নয় খুব সোজা,
      হয়তো বছর-কয় যাবে নাকো বোঝা।
তবু যদি লিখে রাখি তাহে ক্ষতি নেই
      সংক্ষেপে এই—
ভিতরে এনেছ তুমি বিধাতার চিনি,
      আমি সে বাহির হতে বাজারেতে কিনি।