সেঁজুতি

          পূর্ণ ইতিহাসের মূর্তি যায় না তাহে দেখা।

 

 

এই পৃথিবীর প্রান্ত হতে বিজ্ঞানীদের দৃষ্টি

          জেনেছে আজ তারার বক্ষে উজ্জ্বালিত সৃষ্টি

                    উন্মথিত বহ্নিসিন্ধু-প্লাবননির্ঝরে

          কোটিযোজন দূরত্বেরে নিত্য লেহন করে।

               কিন্তু এই-যে এই মুহূর্তে বেদন-হোমানল

                   আলোড়িছে বিপুল চিত্ততল

                              বিশ্বধারায় দেশে-দেশান্তরে

                                       লক্ষ লক্ষ ঘরে —

         আলোক তাহার, দাহন তাহার, তাহার প্রদক্ষিণ

                  যে অদৃশ্য কেন্দ্র ঘিরে চলছে রাত্রিদিন

                            তাহা মর্তজনের কাছে

                                 শান্ত হয়ে স্তব্ধ হয়ে আছে।

          যেমন শান্ত যেমন স্তব্ধ দেখায় মুগ্ধ চোখে

                     বিরামহীন জ্যোতির ঝঞ্ঝা নক্ষত্র-আলোকে।