ছায়াছবি

একটি দিন পড়িছে মনে মোর।

          উষার নিল মুকুট কাড়ি

                   শ্রাবণ ঘনঘোর ;

বাদলবেলা বাজায়ে দিল তূরী,

          প্রহরগুলি ঢাকিয়া মুখ

                   করিল আলো চুরি।

সকাল হতে অবিশ্রামে

ধারাপতনশব্দ নামে,

                   পরদা দিল টানি,

সংসারের নানা ধ্বনিরে

                   করিল একখানি।

 

     প্রবল বরিষনে

পাংশু হল দিকের মুখ,

আকাশ যেন নিরুৎসুক,

নদীপারের নীলিমা ছায়

          পাণ্ডু আবরণে।

কর্মদিন হারালো সীমা,

          হারালো পরিমাণ,

বিনা কারণে ব্যথিত হিয়া

উঠিল গাহি গুঞ্জরিয়া

  বিদ্যাপতি - রচিত সেই

         ভরা - বাদর গান।

 

ছিলাম এই কুলায়ে বসি

          আপন মন - গড়া,

হঠাৎ মনে পড়িল তবে

এখনি বুঝি সময় হবে,

ছাত্রীটিরে দিতে হবে যে পড়া।

     থামায়ে গান চাহিনু পশ্চাতে ;